শৌচাগারে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন বিমানচালক। আপৎকালীন পরিস্থিতিতে সহকারী পাইলটের চেষ্টায় বিমানটি জরুরি অবতরণ করল। আমেরিকার মায়ামি থেকে চিলির উদ্দেশে উড়ে যাওয়া বিমানটিতে ছিলেন ২৭১ জন যাত্রী। তবে নির্বিঘ্নেই বিমানবন্দরে নেমেছে বিমানটি। সুস্থ এবং নিরাপদেই বিমান থেকে নেমেছেন যাত্রীরাও।
গত রবিবার নির্ধারিত সময়েই মায়ামি বিমানবন্দর থেকে উড়েছিল বিমানটি। বিমানটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন ইভান আন্দুর। কিন্তু বিমান ছাড়ার পরে হঠাৎই অস্বস্তিবোধ হয় তাঁর। মাঝ আকাশে বিমানচালনার ভার সহকারী পাইলটকে দিয়ে শৌচাগারে যান তিনি। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ক্যাপ্টেন। সঙ্গে সঙ্গে বিমানটিকে পানামার টকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। সেখানে বিমানটি নামার পর চিকিৎসকদের একটি দল ক্যাপ্টেনের শারীরের পরিস্থিতি খতিয়ে দেখে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত