মো: ইমরান হোসেন
ঝালকাঠির নলছিটিতে ব্যাটারিচালিত অটোবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির চৌকিদার (৪৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ভৈরবপাশা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছে, মনির চৌকিদার সকাল থেকে অটোবাইকে যাত্রী নিয়ে ভৈরবপাশা বাজার থেকে ঝালকাঠি যাতায়াত করায় চার্জ শেষ হয়ে যায়। দুপুর ১২টার দিকে ভৈরবপাশা বাজারে একটি গ্যারেজে চার্জ দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসক ডা. বৈশাখী বড়াল জানান, অটোবাইক চালককে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত