সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ইসলামাবাদের নিজ বাসা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে পিটিআই দাবি করেছে। তবে কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। খবর দ্য ডনের
পিটিআই সামাজিক মাধ্যমে জানিয়েছে, ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে আবারও অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রাজধানীর বাসা থেকে পুলিশের একটি বড় দল তুলে নিয়ে গেছে।
একটি সূত্র জানিয়েছে, ইমরান খানকে ক্ষমতা থেকে অপসারণের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। এই অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।
গ্রেপ্তারের আগে ইমরানের অবর্তমানে দল পরিচালনা করছিলেন তিনি। ধারণা করা হচ্ছিল, পাকিস্তানে আসন্ন জাতীয় নির্বাচনে দলের চেয়ারম্যান ইমরান খান নির্বাচনে অংশ নিতে না পারলে তিনিই সামনে থেকে নেতৃত্ব দেবেন।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত