জাহিদ হোসেন জনি
কুয়েত প্রতিনিদি
কুয়েতে থেকে দেশে যাওয়ার আগে প্রত্যেক প্রবাসীকে ট্রাফিক জরিমানা থাকলে সেটা পরিশোধ করতে হবে মর্মে একটি আইন জারি করা হয়েছে। শনিবার (১৯ আগস্ট) থেকে এই আইন কার্যকর হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
যেকোন প্রবাসী স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ট্রাফিক লঙ্ঘনের জরিমানা পরিশোধ করতে পারবে। এছাড়া সাধারণ ট্রাফিক বিভাগের সাথে সংযুক্ত বিভাগগুলিতে গিয়ে তাদের বকেয়া পরিশোধ করারও সুযোগ রয়েছে। এই বিভাগগুলো রয়েছে কুয়েতের বিভিন্ন গভর্নরেট জুড়ে, সেইসাথে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর সহ স্থল ও সমুদ্র বন্দরের মধ্যে অবস্থিত অফিসগুলিতেও এই জরিমানা পরিশোধ করা যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয় কুয়েতের অভ্যন্তরে জনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার জন্য তার অটল প্রতিশ্রুতির উপর জোর দেয়। দেশের কল্যাণ ও সার্বিক নিরাপত্তা রক্ষায় মন্ত্রণালয় তার দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় কুয়েতের ট্রাফিক বিভাগ দেশটির সড়ক দুর্ঘটনা কমাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়।
নিয়ম কার্যকর হওয়ার প্রথম দিনেই ৪০৫ টি ট্রাফিক আইন লঙ্ঘন বাবদ প্রবাসীদের কাছ থেকে ৩১ হাজার দিনার সংগ্রহ করা হয়েছে কুয়েতের বিমানবন্দরে। অন্যদিকে জরিমানা পরিশোধ করতে ব্যর্থ এমন ১০ প্রবাসীকে কুয়েত থেকে সফরে যেতে দেওয়া হয়নি।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত