জাতীয় পার্টির মহানগর শাখার সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর মর্তুজা আবেদীনের লাইসেন্স করা পিস্তল ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
মহানগর ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির আহবায়ক ও নবগঠিত শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রইজ আহম্মেদ মান্না ও তার সহযোগিরা পরিকল্পিতভাবে পিস্তল ছিনিয়ে নেয়ার চেষ্টা করছিলো বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে রোববার (৩ সেপ্টেম্বর) বেলা এগারোটার দিকে নগরীর লঞ্চ ঘাট এলাকার সহকারি কমিশনার ভূমি কার্যালয়ের সামনে।
মর্তুজা আবেদীন অভিযোগ করে বলেন, মহানগর ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক রইজ আহমেদ মান্না তার সহযোগিদের নিয়ে পরিকল্পিতভাবে অর্তকিতভাবে হামলা চালায়। এ সময় মান্না তার সাথে থাকা লাইসেন্স করা পিস্তল ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়।
তবে মর্তুজা আবেদীনের অভিযোগ অস্বীকার করে রইজ আহম্মেদ মান্না বলেন, তার ওপর মর্তুজা হামলার চেষ্টা চালিয়েছে। এ সময় জনতা মর্তুজাকে পিস্তলসহ আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে।
কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উভয়কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পিস্তলটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত