মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। সমুদ্রে টিকতে না পেরে দুইদিন আগেই পটুয়াখালীর কুয়াকাটার মহিপুর ও আলীপুরের খাপড়াভাঙ্গা নদীতে হাজারেরও বেশি মাছ ধরা ট্রলার আশ্রয় নিয়েছে।
একই সময় এখানকার মৎস্য বন্দরে ইলিশের সরবরাহ কমার সঙ্গে সঙ্গে দামও বেড়েছে। ১ কেজি ওজনের ইলিশ ১৬০০ টাকা, ৮০০ গ্রাম ইলিশ ১২০০ টাকা, ৬০০ গ্রাম ইলিশ ৮০০ টাকা ও জাটকা বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজি দরে। চড়া দামে ইলিশ বিক্রি হওয়ায় ক্রেতারা ক্ষুব্ধ।
কলাপাড়া উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এ মাসের মাঝামাঝি সময়ে আবারও জেলেদের জালে আসতে পারে ঝাঁকে ঝাঁকে ইলিশ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত