সিলেটের জৈন্তাপুরে পরকীয়া প্রেমিককে নিয়ে প্রবাসী স্বামীকে ঘুমন্ত অবস্থায় হত্যা চেষ্টা চালানোর ঘটনায় গৃহবধূ ও প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ঘাটেরছটি গ্রামের ওমান প্রবাসী মিনহাজ উদ্দিন স্ত্রী মনিরা বেগমকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এরপর রাতে স্ত্রী মনিরা বেগম প্রেমিক ফেরদৌসকে ডেকে এনে হাত পা বেধে প্রবাসী মিনহাজকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।
পুলিশ জানায়, মিনহাজের ঘুঙানির শব্দ শুনে পাশের ঘর থেকে তার পিতা ও স্বজনরা গিয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে ঘরের ভেতর থেকে মনিরা ও প্রেমিক ফেরদৌসকে মারধর করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এই ঘটনায় শুক্রবার দুপুরে জৈন্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হওয়া মনিরা ও তার প্রেমিক ফেরদৌসকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এদিকে গুরুতর আহত অবস্থায় প্রবাসী মিনহাজ উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত