জাহিদ হোসেন জনি
কুয়েত প্রতিনিধি
কুয়েত ও ইরাকের ৪৭৫ কিঃমিঃ স্হল সিমান্ত রয়েছে উত্তরে । উত্তর পশ্চিমে ২৫৪ কিঃমিঃ রয়েছে ইরাক। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে ২২১ কিঃমিঃ জুড়ে রয়েছে সৌদি আরব। দেশটির ইরাক সিমান্তে ১৮ ই সেপ্টেম্বর কাঁটা তার কেটে কুয়েতে অনুপ্রবেশ চেষ্টা করলে ৪ জন কে আটক করে কুয়েতের ল্যান্ড বর্ডার সিকিউরিটি ফোর্স। কুয়েতের স্হানীয় গণমাধ্যম আল রাই ও আরব টাইমস জানায়, গ্রেফতারকৃত
চারজনই আফগানিস্তানের নাগরিক। তারা পায়ে হেঁটে সিমান্ত অতিক্রম করে কুয়েতে প্রবেশের চেষ্টা করে। তাদের উদ্দেশ্য ও প্রবেশের পিছনে কারণ নির্ধারণের জন্য কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা কাঁটা তার কেটে কুয়েতের উত্তর সিমান্ত দিয়ে ইরাক থেকে কুয়েতে অনুপ্রবেশের চেষ্টা করেছিলো।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত