এম,জি রাব্বুল ইসলাম পাপ্পু :
কুড়িগ্রামের চিলমারী উপজেলা থেকে রৌমারী পর্যন্ত নৌপথে যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হলো ফেরি সার্ভিস “ কুঞ্জলতা”র মাধ্যমে।
কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌরুটে ফেরিঘাট ও ফেরি সার্ভিস উদ্বোধন এবং চিলমারী নদী বন্দর উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে ২০ সেপ্টেম্বর একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় চিলমারী-রৌমারী নৌরুটে ফেরিঘাট ও ফেরি সার্ভিস এবং চিলমারী নদী বন্দর উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নৌপরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এস. এম. ফেরদৌস আলম, বিআইডব্লিউটিএ এর যুগ্ম-সচিব এবং সদস্য (প্রকৌশল), ড. এ.কে.এম আজাদুর রহমান, কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা।
চিলমারী-রৌমারী নৌরুটে ফেরিঘাট ও ফেরি সার্ভিস এবং চিলমারী নদী বন্দর উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে চিলমারী ও রৌমারী প্রান্তে সুধি সমাবেশে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যপক নিরাপত্তা প্রদান করা হয়।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত