ইবরাহীম সোহেল, বরগুনা:
বরগুনায় জ্বালানী অধিকার সপ্তাহ উপলক্ষে জাতীয় ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে উন্নয়ন ও সহযোগী সংগঠনের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে ক্লীন বাংলাদেশের সহযোগীতায় এ বৈঠকের আয়োজন করেন, বেসরকারি উন্নয়ন সংগঠন জাগোনারী।
জ্বালানি অধিকার সপ্তাহ ২০২৩ উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, পেট্রোল, ডিজেল, কয়লা, প্রাকৃতিক গ্যাসসহ জীবাশ্ম জ্বালানিতেই কার্বন বিদ্যমান এবং তা পুড়িয়ে শক্তি উৎপাদন করলে কার্বন ডাই-অক্সাইড নির্গত হবেই। এই কার্বন ডাই-অক্সাইডই পৃথিবীর গড় উষ্ণতা বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি বায়ুমণ্ডলে অবস্থিত ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করছে। এই পরিস্থিতি চলমান থাকলে যতক্ষণ না নিঃসরণ বন্ধ হয়, ততক্ষণ পৃথিবীর তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। এটি আমাদের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। তাই দেশের অর্থনৈতিক এবং পরিবেশগত দিক বিবেচনায় এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে এবং মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুসারে নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন, নিজস্ব স্থায়িত্ব, জ্বালানি স্বাধীনতা এবং জ্বালানি সুরক্ষিত করা জরুরি। পাশপাশি দেশি-বিদেশি বিনিয়োগ ও সহযোগিতার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ, ২০৪১ সালের মধ্যে কমপক্ষে ৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানিতে পৌছানোর দাবী জানানো হয়।
আলোচনায় অংশ নেন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত রঞ্জন শীল, দৈনিক দীপাঞ্চল পত্রিকার সম্পাদক মো. মোশাররফ হোসেন, সাংবাদিক স্বপন দাস, ইবরাহীম সোহেল, মহিউদ্দিন অপু, মাহবুবুর রহমান অভি, মো. জাহিদুল ইসলাম মেহেদি, খান নাইম, মো. সানাউল্লাহ, আরিফুর রহমান, রিপন মালী, মো. মোরসালিন, জাগো নারীর গোলাম মোস্তফা, ডিউক ইবনে আমিন, শ্যামল পাল প্রমুখ।
ধারনাপত্র উপস্থাপন করেন, দেবাশীষ কর্মকার। সঞ্চলনা করেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত