মো: ইমরান হোসেন :
ঝালকাঠিতে নদী থেকে অজ্ঞাত পরিচয়ের (৬৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গাবখান সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।ঝালকাঠির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে গাবখান সেতুর নিচে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি নাসির উদ্দীন সরকার বলেন, লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত