নিজের খোলামেলা এবং উদ্ভট পোশাকের কারণে সবসময়ই খবরের শিরোনামে থাকেন উরফি জাভেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে উরফির নানা কাণ্ডের কথা সবারই জানা।
এরইমধ্যে বিমানবন্দরে পোশাক নিয়ে উপদেশ দিতে গিয়েছিলেন এক বৃদ্ধ। তাতেই মেজাজ হারান তারকা। বৃদ্ধের সঙ্গে রাগারাগির সে ভিডিও ছড়িয়ে নেটদুনিয়ায়।
ভারতীয় সংবাদ মাধ্যম অনুযায়ী, সম্প্রতি সবুজ রঙের পিঠখোলা পোশাক পরে বিমানবন্দরে গিয়েছিলেন উরফি এবং তাতে বক্ষযুগলের কিছু অংশ দেখা যাচ্ছিল। তা দেখেই এক বৃদ্ধ ব্যক্তি তাকে শাসন করতে যান।
এসময় বৃদ্ধ উরফিকে বলেন, ‘এই ধরনের পোশাকে তুমি দেশের সম্মানহানি করছ।’ এই কথা শুনেই মেজাজ হারান উরফি। বৃদ্ধকে চিৎকার করে বলতে থাকেন ‘তোমার বাপের কী?’
পরিস্থিতি বেগতিক দেখে উরফির সঙ্গে থাকা এক মহিলা তাকে টানতে টানতে দূরে নিয়ে যান। সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই ভিডিও। আর নেটিজেনদের অনেকেই বৃদ্ধের পক্ষে মন্তব্য করেছেন।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত