সাতক্ষীরা প্রতিনিধি :
হাইকোর্টের নির্দেশনায় কালিগঞ্জ উপজেলার ৬নং নলতা ইউনিয়ন পরিষদে যোগদান করেছেন চেয়ারম্যান আজিজুর রহমান। দীর্ঘদিন পর এলাকায় ফিরে এসে পরিষদে যোগদান করায় সরব হয়েছে পরিষদ ।
চেয়ারম্যান আজিজুর রহমান জানান, ষড়যন্ত্রমূলক একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে দেওয়া হয়। এজন্য গত ২৭ জুলাই তার বহিষ্কার আদেশ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। তার বিরুদ্ধে এসটিসি ২৪/২০১৯ এর ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ১৫(৩)২৫ ডি ধারায় মামলায় আটক করে। এ মামলায় তিনি জামিন পেয়ে উচ্চ আদালতে সাময়িক বরখাস্ত হওয়া আদেশ বাতিলের রায় পেয়ে স্বপদে বহালের নির্দেশ পান। কারা ভোগ করে ও দীর্ঘদিন এলাকার বাইরে থেকে গতকাল তিনি পুনরায় নলতা ইউনিয়ন পরিষদে দায়িত্বভার গ্রহন করেন। এতে করে প্রাণচাঞ্চল্য ফিরে আসে পরিষদে।
উল্লেখ্য, চেয়ারম্যান আজিজুর রহমান পরপর দুইবার বিপুল ভোটে বিজয়ী হয়ে নির্বাচিত হন যা সাতক্ষীরা জেলার মধ্যে সর্বোচ্চ ভোটের বিজয়। সে জনপ্রিয় চেয়ারম্যান হিসাবে সমধিক পরিচিত। এদিকে তার ফিরে আসাতে কিছু এলাকার মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করার খবরও পাওয়া গেছে।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত