প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৫, ৫:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৩, ৩:১৯ অপরাহ্ণ
নলছিটিতে আসন্ন দুর্গ পুজো উদযাপনে উপজেলা ও পুলিশ প্রশাসনের সভা
মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি
নলছিটিতে আসন্ন দুর্গ পুজো উদযাপনে উপলক্ষে উপজেলা ও পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ অক্টোবর বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বার্হী অফিসার মোঃ নজরুল ইসলাম'র সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ'লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান। উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি ও নির্বার্হী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়,উপজেলা আ'লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মজিবুর রহমান, মোল্লারহাট ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান সেন্টু,,কুলকাঠির চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, নাচনমহল ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সেলিম, পুজা উদ্যোগ পরিষদের সভাপতি জনার্ধন দাস,সাবেক প্রধান শিক্ষক সভাষ চন্দ্র কর,
সম্পাদক তপন কুমার দাস প্রমুখ।
পরে দুপুর ১টায় নলছিটি থানার গোলঘরে পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও উপজেলার ২২টি পুজা মন্দিরের সভাপতি,সম্পাদকদের নিয়ে আসন্ন দুর্গ পুজা পুজা উদযাপন নির্বঘ্নে করতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নলছিটি থানার অফিসার ইনচার্জ মু.আতাউর রহমান'র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন পুজা উদযাপন পরিষদের সভাপতি জনার্ধন দাস, নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস, পুজা উদযাপন পরিষদ সম্পাদক তপন কুমার দাস, এস আই আমিনুল ইসলাম, এস আই শহীদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র কর,সঞ্জীব কুমার মজুমদার, তাপস কুমার মন্ডল, সংবাদকর্ম অরবিন্দ পোদ্দার তপু,অভিজিত কর্মকার,,মিলন মালো প্রমুখ।
নলছিরিতে মা ইলিশ রক্ষায় টাস্কফোর্স কমিটির সভা
নলছিটিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৩ উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ অক্টোবর বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজন উপজেলা পরিষদ সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বার্হী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নলছিটি থানার অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান, কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবদুল গফফার খান, নাচনমহল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সেলিম, নলছিটি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইউসুফ আলী তালুকদার, প্রভাষক ও সাংবাদিক আমির হোসেন, মোল্লারহাট ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবর রহমান সেন্টু,জেলে হেলাল তালুকদার প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কুমার মিস্ত্রী বলেন , সারা দেশের মত ঝালকাঠির নলছিটিতে আগামী ১২ই অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। সেই সাথে ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের সরকারীভাবে খাদ্য সহায়তা দেওয়া হবে।
নলছিটির খালে ভাসছিল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ
নলছিটিতে খালে ভাসছিলো অজ্ঞাত (৭৫) বছর বয়সী এক বৃদ্ধের লাশ। মরাদেহটি ভাসতে দেখে স্থানীয়রা নলছিটি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়েই থানা পুলিশের একটি দল খাল থেকে উদ্ধার করে ওই অজ্ঞাত বৃদ্ধের মরদেহ।
৪ অক্টোবর বুধবার সকাল ১১টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি গ্রামের বুড়িরহাট ট্রলারঘাট সংলগ্ন এলাকায় ওই বৃদ্ধের লাশ ভাসতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান,সকালের দিকে বুড়িরহাট ট্রলারঘাটের সেনের খালের কাল ভার্টের নিচে ওই অজ্ঞাত বৃদ্ধের মরাদেহ ভাসমান দেখেন। বিষয়টি তারা নলছিটি থানা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধারকরে।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মু.আতাউর রহমান বলেন, সকালে স্থানীয়রা খালে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে। লাশটি সুরতাহাল শেষে মযনা তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে নলছিটি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। বৃদ্ধের পরিচয় জানতে কাজ শুরু করেছে পুলিশ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত
© Copyright, All Rights Reserved, Etihad.News