বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি আসাদ চৌধুরী (৮০) কানাডায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খ্যাতিমান এই কবির মরদেহ দেশে আনা হচ্ছে না। কানাডার টরন্টোতেই তাকে দাফন করা হবে। বৃহস্পতিবার কবির পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পারিবারিক সূত্র জানিয়েছে, কানাডার স্থানীয় সময় শুক্রবার (৬ অক্টোবর) বাদ জুমা টরন্টোর নাগেট মসজিদে আসাদ চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মসজিদের অভ্যন্তরে আধা ঘণ্টা রাখা হবে। তারপর পিকারিং ডাফিন মেডোজে তাকে দাফন করা হবে।
বুধবার স্থানীয় সময় দিবাগত রাত ৩টায় কানাডার টরন্টোর আসোয়া শহরের লেকরিচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবি আসাদ চৌধুরী। জানা যায়, মাসখানেক আগে কবির এনজিওগ্রাম করে দুটি ব্লকের ৯৯ ও ৮৮ শতাংশ সারানো হয়। এরপর তিনি বাসায় ছিলেন। হঠাৎ তার শরীর খারাপ করলে আসোয়ার হাসপাতালটিতে ভর্তি করা হয়। তার ফুসফুস ও হার্ট দুটিরই খুব জটিল অবস্থা ছিল। কবি আসাদ চৌধুরী কয়েক বছর ধরে পরিবার নিয়ে টরন্টোতে বসবাস করছেন। তার দুই ছেলে ও এক মেয়েও থাকেন সেখানে।
প্রথম কবিতার বই ‘তবক দেওয়া পান’–এ পরিচিতি পান কবি আসাদ চৌধুরী। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক লাভ করেন তিনি।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত