প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৫, ১:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৩, ৯:৩১ অপরাহ্ণ
মাধবপুর দেড়-যুগ পরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
কিবরিয়া চৌধুরী ,হবিগঞ্জ :
হবিগঞ্জের মাধবপুরে ইউনুস মিয়াকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাধন সাঁওতাল বিষ্ণু (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জগদীশপুুর লেবমারা চা বাগানের বীরবল সাঁওতালের ছেলে। হত্যাকাণ্ডের প্রায় ১৭ বছর পর তাকে গ্রেফতার করা হলো।বৃহস্পতিবার (৫ অক্টোবর ) রাত আড়াইটায় মাধবপুর থানার এএসআই জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জগদীশপুর লেবামারা বাগানের নিজ বাড়ি থেকে হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি সাধন সাঁওতাল বিষ্ণুকে গ্রেফতার করে।মাধবপুর থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম খাঁন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, ২০০৬ খ্রিষ্টাব্দে সুদের টাকার লেনদেন নিয়ে একমাত্র আসামী সাধন সাঁওতাল ইউনুস মিয়াকে হত্যা করে পালিয়ে বেড়ায় প্রায় দেড়-যুগ সময় ধরে। ২০০৬ খ্রিষ্টাব্দে হত্যা মামলায় সাধন সাঁওতাল বিষ্ণুকে আদালত যাবজ্জীবন সাজা ও ৫০ হাজার অর্থদন্ডে দন্ডিত করেন। কিন্তুু তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে এএসআই জিয়ার নেতৃত্বে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হবে।
অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত
© Copyright, All Rights Reserved, Etihad.News