বাসস: সিলেটে হত্যা ও মাদক মামলার পৃথক রায়ে ২ আসামিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। এছাড়া মাদকের মামলায় আরও দুই আসামিকে ৫ বছর করে সাজা এবং তিনজনকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী আদালতে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত সুভাস কুর্মী ওরফে মেটন। সে সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুলনি চা বাগানের মৃত মুকুল কুর্মীর ছেলে। আদালতের রায়ে তাকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মাদক মামলায় মৃত্যুদ-প্রাপ্ত আব্দুল মালিক ওরফে লিটন ওরফে লম্বা লিটন। সে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম লাখের পাড় গ্রামের হাজি শহীদ উদ্দিন ওরফে শহির আলী ছেলে।
সিলেট জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মো, নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
*গুরুত্বপূর্ণ সব সংবাদ ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত