প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৩, ১২:৪৯ অপরাহ্ণ
শেরপুর পুলিশ লাইন্সের পতিত জমিতে শাকসবজী চাষ
এম,শাহজাহান, শেরপুর : শেরপুর পুলিশ লাইন্সের পতিত জমিতে বিভিন্ন প্রজাতীর মৌসুমী শাকসবজী চাষ করা হয়েছে। মাননীয় পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম শেরপুরে যোগদান করার পর এসব প্রজাতির মৌসুমি শাকসবজি ও ফলমূল চাষ করার উদ্যোগ গ্রহণ করেন। চাষকৃত বিভিন্ন মৌসুমি শাকসবজি ও উৎপাদিত ফল সরেজমিনে মাঝে মধ্যে পরিদর্শন করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা। পতিত জায়গায় সুসজ্জিত সবজির ক্ষেতে রয়েছে, ফুলকপি, বাঁধাকপি, পুঁইশাক, পাট শাক, লাল শাক, বেগুন, শিম, টমেটো ও লাউ। এছাড়াও পেঁপে ও আম গাছের চারা লাগানো হয়েছে।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে পুলিশ লাইন্সের পতিত জায়গায় শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এই সবজি চাষের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এবং ক্রমান্বয়ে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পতিত জায়গায় শাকসবজী ও বিভিন্ন প্রজাতির মৌসুমি ফলের চারা রোপণ করে উৎপাদনের আওতায় আনা হবে।
অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত
© Copyright, All Rights Reserved, Etihad.News