ফিলিস্তিন এবং ইসরাইলে যেসব মানুষ অচিন্তনীয় বেদনা, মানসিক ক্ষত ও আতঙ্ক নিয়ে ভুগছেন তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে এক্সে (সাবেক টুইটার) পোস্ট দিয়েছেন বৃটেনে লেবার দলের সাবেক নেতা জেরেমি করবিন। নিজের ভেরিফায়েড একাউন্টে তিনি আরও লিখেছেন, ইসরাইলে বেসামরিক লোকজনের ওপর ভীতিকর হামলা নিন্দনীয়। এ জন্য বৈষম্যমূলকভাবে ফিলিস্তিনিদের হত্যার সমর্থন করা যায় না। ফিলিস্তিনিরা নিজেরা যে অপরাধ করেননি তেমন এক অপরাধের মূল্য দিচ্ছেন। খাদ্য, পানি, গ্যাস অথবা বিদ্যুৎবিহীন অবস্থায় উন্মুক্ত কারাগারে বন্দি হয়ে তারা শুধু দেখছেন তাদের বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। তাদের যাওয়ার কোনো জায়গা নেই। ইসরাইল এবং ফিলিস্তিনি সব বেসামরিক লোকজনের বিরুদ্ধে সহিংসতা ব্যবহারের বিরুদ্ধে নিন্দা জানানো উচিত আমাদের। আরও জীবনহানি রোধের জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করছি। যুদ্ধের সময় আমাদের প্রয়োজন শান্তির পক্ষে কথা বলা। শান্তি অর্জনের একমাত্র পথ হলো দখলদারিত্বের অবসান।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত