প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ৯:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৩, ৮:০৯ অপরাহ্ণ
মধ্যনগরে অপহরণের ১১ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১
এ,এম স্বপন জাহান ,মধ্যনগর উপজেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে অপহরণের ১১ দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ । এ সময় শাহিন মিয়া (৩৮) নামের একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ১০ অক্টোবর গভীর রাতে নারায়ণগঞ্জের বন্দর থানা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়।শাহিন মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বীরসিংহপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।মামলা সূত্রে জানা গেছে,গত ২৯ সেপ্টেম্বর দুপুরে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডার একটি গ্রামের ১৭ বছরের এক কিশোরী তাহার মামা বাড়ি একই ইউনিয়নের পাতকুড়া গ্রামে যাওয়ার কথা বলে বাড়ি হইতে বের হয়।পরবর্তীতে কিশোরীর বাবা তাহার বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়া তাহার মেয়ের কোন সন্ধান না পাইয়া নিরুপায় হইয়া গত ৩ অক্টোবর মধ্যনগর থানায় তাহার মেয়ে নিখোঁজ সংক্রান্তে একটি সাধারন ডায়েরি করেন। পরবর্তীতে কিশোরীর বাবা জানতে পারে বীরসিংহপাড়া গ্রামের শাহিন ও অজ্ঞাতনামা ২/৩ জনের সহযোগিতায় বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা ব্রীজের উপর থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে জোর পূর্বক অপহরন করে নিয়ে যায়। পরে অপহৃত কিশোরীর বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।পরে বাদীর দেওয়া তথ্যমতে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এমরান হোসেনের দিকনির্দেশনা এসআই রফিজুল সঙ্গীয় ফোর্স সহ নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও শাহিন কে আটক করে মঙ্গলবার মধ্যনগর থানায় নিয়ে আসে। মধ্যনগর থানার ওসি এমরান হোসেন জানান,নারায়ণগঞ্জের বন্দর থানায় অভিযান পরিচালনা করে ভিকটিম ও অপহরণকারী শাহিন কে থানায় নিয়ে আসা হয়।পরে আসামীকে মঙ্গলবার পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত
© Copyright, All Rights Reserved, Etihad.News