মোঃমোরশেদ আলম চৌধুরী ,বান্দরবান :
বান্দরবান জেলার লামা উপজেলায় আলীকদম সেনা জোন কর্তৃক শিক্ষা সামগ্রী ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১১'ই অক্টোবর লামা উপজেলার ইয়াংছায় জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট এর শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোন এর কমান্ডার সাব্বির রহমান পিএসসি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জীনামেজু অনাথ আশ্রমের অধ্যক্ষ ভদন্ত: উ: নন্দমালা থের ও ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে আলীকদম সেনা জোন এর কমান্ডার সাব্বির রহমান পিএসসি বলেন,পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রিতি ও উন্নয়ন বজায় রাখতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন আলীকদম ও লামার দূর্গম পাহাড়ের বসবাসরত মানুষের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে।তার পরিপ্রেক্ষিতে আজ জীনামেজু অনাথ আশ্রমের ১২ জন ছাত্র ও ৭০ জন ছাত্রী এবং ঐ এলাকার ৭ জন পুরুষ ও ১০৭ জন মহিলাসহ শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও ঔষধ বিতরণ করেন।পাশাপাশি তিনি আরও বলেন,পার্বত্য অঞ্চলের মানুষের পাশে সবসময় এখন যেভাবে পাশে রয়েছে,ভবিষ্যতেও পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত