দিরাই প্রতিনিধি : ঈশ্বর আমার ছেলেকে সুস্থ্য সবল আমার কাছে পাঠিয়ে তোমার অলৌকিক ক্ষমতা দেখাও, আর যদি ঈশ্বর তোমার কাছে রাখো ছেলের বিদেহী আত্মার শান্তি কামনা করি। বাড়ির পাশে নদীর ঘাটে মায়ের সাথে গোসল করতে গিয়ে নিখোঁজ একমাত্র ছেলের দুই দিনেও খোজ না পেয়ে পিতা লিটন বর্মনের আবেগাপ্লুত ফেসবুক স্ট্যাটাসের আট ঘন্টার মাথায় ভেসে উঠলো আদি বর্মনের মরদেহ। বুধবার সকালে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে কচুয়া গ্রামের পাশে ভাসমান লাশটি দেখতে পায় স্থানীয়রা।খবর পেয়ে পরিবারের লোকজন ও দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রদক্ষেপ শেষে পারিবারিক ভাবে দাহ করা হয়েছে।
অরিত্র বর্মন আদি (১৪) সোমবার দুপুরে দিরাই কালনী নদীতে গোসল করতে নামলে স্রোতে তলিয়ে যায়। উপজেলার করিমপুর ইউনিয়নের চাঁন্দপুর গ্রামের কালনী নদীতে ঘটনাটি ঘটে। নিখুঁজ আদি বর্মন চান্দপুর গ্রামের লিটন বর্মনের ছেলে ও দিরাই উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
দুই দিন জাল ফেলে ও পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খোঁজ নিলেও তার কোন হদিস মেলেনি, দ্বিতীয় দিনেও চেষ্টা করে ডুবুরি দল। দিরাই থানা অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন বলেন মায়ের সাথে নদীর ঘাটে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল ছাত্র আদি বর্মন দুইদিন নিখোঁজ ছিল। দুই দিন পর্যন্ত থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজ করে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার সকালে কচুয়া গ্রামের পাশের ভাসমান লাশ পাওয়া যায়। আইনি প্রক্রিয়া শেষে পারিবারিক ভাবে দাহ করা হয়েছে।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত