প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ৭:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৩, ৬:৪২ অপরাহ্ণ
জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
জুয়েল শেখ , জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে মোস্তাকিম বিল্লাহ নামের দেড় বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার দুপুরে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শিশু ঐ গ্রামের মশিউর রহমানের ছেলে। ধরঞ্জী ইউপির সাবেক সদস্য নাজির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে ঘরের ভিতর বাবা ছেলে মিলে মোবাইল দেখছিল।এসময় শিশুটির দাদা বাড়িতে থেকে মাঠের দিকে গেলে শিশুটি বাবার পাশ থেকে উঠে সকলের অজান্তে দাদার পিছনে পিছনে যাওয়ার সময় বাড়ির পাশে পুকুরে পড়ে যায়।কিছুক্ষন পর পরিবারের লোকজন শিশুটিকে খোঁজা খুঁজি করতে থাকে।এসময় স্হানীয় লোকজন পুকুরের পানিতে মৃত শিশুটির লাশ ভেসে থাকতে দেখে লাশটি উদ্ধার করে। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে।
*গুরুত্বপূর্ণ সব সংবাদ ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত
© Copyright, All Rights Reserved, Etihad.News