সিরিয়ার প্রধান দ’ুটি বিমানবন্দরে ইসরাইলের বিমান হামলার রাশিয়া নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। খবর এএফপি’র। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়, ‘ইসরাইলের এমন পদক্ষেপ সিরিয়ান আরব রিপাবলিকানের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের মূল নীতির চরম লঙ্ঘন।’ ঐ প্রতিবেদনে আরও বলা হয়, ‘এই ধরনের পদক্ষেপ অত্যন্ত বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে কারণ, এসব হামলা পুরো অঞ্চলজুড়ে সশস্ত্র সংঘাত ছড়ানোর মদদ জোগাতে পারে।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত