প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ৭:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৩, ৬:৪২ অপরাহ্ণ
শেখ রাসেল হুইলচেয়ার টি-১০ ক্রিকেটে চট্টগ্রাম চ্যাম্পিয়ান
মো খোকন মিয়া ,ব্রাহ্মণবাড়িয়া : বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) নিয়ে ৪ বিভাগীয় শেখ রাসেল হুইলচেয়ার টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ‘চট্রগ্রাম পাওয়ার’ দল। রোববার (১৫ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৪ রানে বসিলেট ফাইটার্স’কে পরাজিত করে। টসে জিতে চট্রগ্রাম পাওয়ার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে তারা নির্ধারিত ১০ ওভারে দুই উইকেট হারিয়ে ১০৪ রান করে। দলীয় ব্যাটসম্যান সুমন সর্বোচ্চ ৭৫ রান করেন। ব্যাটিংয়ে নেমে সিলেট ফাইটার্স ১০ ওভারে দুই উইকেট হারিয়ে ১০০ রান করে। ফলে ৪ রানে জয়লাভ করে চট্রগ্রাম পাওয়ার টিম। ম্যান অব দ্য ম্যাচ হন চট্রগ্রাম টিমের সুমন। খেলায় প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সিভিল সার্জন ডা. একরামউল্লাহ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, সাংবাদিক আল আমিন শাহীন ও ড্রিম ফর ডিজেবিলিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্না।
এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, আমরা কাউকে পেছনে রেখে নয়,আমরা সবাইকে নিয়ে এগিয়ে যাবো। আমি যদি এগিয়ে যায় আপনারা পেছনে থাকেন তাহলে এই রকমের বাংলাদেশ বঙ্গবন্ধু স্বপ্ন দেখেননি। স্মার্ট বাংলাদেশ গড়তে ২০৪১ সালের মাননীয় প্রধানমন্ত্রী যে রূপকল্পে করেছেন সেই খানে বাংলাদেশের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরাও আছেন। এই ধারাবাহিকতায় যদি এগিয়ে নেওয়া যায় আপনারা আমাদের সম্পদ হবেন। এগিয়ে যাওয়া বাংলাদেশে আপনারাও ভূমিকা রাখবেন। তাহলে বিশ্বে মাথা উঁচু করে দাড়াবে সার্বজনীন উন্নত ও স্মার্ট বাংলাদেশ নামে।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত
© Copyright, All Rights Reserved, Etihad.News