প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ৯:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৩, ৮:০২ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে ইমাম মোয়াজ্জেম পরিষদের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ
দ্বীন ইসলাম ,সুনামগঞ্জ : ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে শুক্রবার বাদ জুমা সুনামগঞ্জে ইমাম মোয়াজ্জেম পরিষদের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করেন তারা। সমাবেশে ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেছেন, ৭৫ বছর ধরে ইসরাইলী সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম অত্যাচার ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে জিহাদের মাধ্যমে বিশ্ব সন্ত্রাসী ইসরাইলের পতন ঘটাতে হবে। ইসরাইলিদের দম্ভ হুঙ্কার ভেঙ্গে চুরমান হয়ে যাবে ইনশাআল্লাহ। হামাসের প্রতিরোধে ৬০ হাজার ইসরাইলি নাগরিক দেশ ত্যাগ করে পালিয়েছে। দেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানোর কারণে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন,ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পাঠানো আহবান জানান। তা না হলে ফিলিস্তিনে যেতে আমাদের সুযোগ করে দিন, আমরা যুদ্ধে অংশ নেবো। সমাবেশে মাওলানা আবু সাঈদ'র সভাপতিত্বে ও মাওলানা আব্দুর রকীব'র পরিচালনায় বক্তব্য রাখেনঃ শায়খুল হাদিস নুরুল ইসলাম খান, শায়খ আব্দুল বছির, শায়খুল হাদিস সাজিদুর রহমান,শায়খুল হাদিস তাহির আহমদ, শায়খুল হাদিস তৈয়্যিবুর রহমান চৌধুরী, হাফিজ আতাউর রহমান লস্কর, মুফতি শহিদুল ইসলাম পলাশী প্রমুখ।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত
© Copyright, All Rights Reserved, Etihad.News