মোঃ সালাহউদ্দিন টিটো, খাগড়াছড়ি : খাগড়াছড়ির আলুটিলায় যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা (৩০) ঠিকাদার বলে জানা গেছে। সে গাজীপুরের তোয়ালাতপুর এলাকার বাসিন্দা আলফাস সরকারের ছেলে। গুরতর আহত অপর একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, শান্তি পরিবহনের বাসটি রাত ৮টায় খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। পরে রাত সাড়ে ৮টার দিকে আলুটিলায় নামার সময় পুলিশের বক্সের আগে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের উপর উল্টে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে মাটিরাঙা ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে পাঠায়। খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিপল বাপ্পী জানান, সড়ক দুর্ঘটনায় আহত একজন হাসপাতালে পৌঁছানো আগেই মারা গেছেন। গুরতর আহত অপর একজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত