প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ৯:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৩, ৯:৫৩ অপরাহ্ণ
দোয়ারাবাজারে লক্ষীপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনও
দোয়ারাবাজার(সুনামগঞ্জ)সংবাদদাতা : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু। মঙ্গলবার (১৭ অক্টোবর ) উপজেলার ৭নং লক্ষীপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে তিনি সকল রেজিস্টার হালনাগাদ করা, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম জোরদার করা, রাজস্ব আদায় বৃদ্ধি, সরকারের সকল উন্নয়নমূলক দ্রুততার সাথে সম্পন্ন করাসহ সরকারি সকল সেবা জনগণের নিকট সহজে পৌছে দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। পরে লক্ষীপুর ইউনিয়নের মাঠগাঁও এলাকায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ গৃহ নির্মাণের কাজ সরেজমিন পরিদর্শন করে তিনি নির্মাণাধীন ঘর ঘুরে দেখেন, উপকারভোগীদের সাথে কথা বলেন খোঁজ খবর নেন কুশলাদি বিনিময় করেন এবং গুণগত মান ঠিক রেখে দ্রুততম সময়ে ঘর নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।এ ব্যপারে দোয়ারাবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু'র সাথে যোগাযোগ করলে তিনি জানান ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রম সঠিক ভাবে পরিচালনার জন্য চেয়ারম্যান ও সচিব কে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ গৃহ নির্মাণের কাজ গুণগত মান ঠিক রেখে দ্রুততম সময়ে ঘর নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম জহির,ইউনিয়ন পরিষদ সচিব, ইউপি সদস্যগণ,ভূমিহীন ও গৃহহীন পরিবারের উপকারভোগী সদস্যগণ এবং গ্রাম পুলিশবৃন্দ।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত
© Copyright, All Rights Reserved, Etihad.News