প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৫, ৩:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৩, ৯:৪৭ অপরাহ্ণ
নীলফামারীর কিশোরগঞ্জে ডাচ-বাংলা ব্যাংকের উপ-শাখার উদ্বোধন
লাতিফুল আজম,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারী কিশোরগঞ্জের প্রাণকেন্দ্রে নিঝুম কুন্জ ভবনের দোতলায় ডাচ-বাংলা ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার(১৭অক্টোবর) দুপুরে ফিতা কেটে উপ-শাখার উদ্বোধন করেন ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের সহকারী ভাইস প্রেসিডেন্ট ও নীলফামারী শাখার ব্যবস্থাপক হারুন অর রশিদ।
এ উপলক্ষে স্থানীয় ব্যবসায়ী,সুধীজন, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতিতে উদ্বোধন পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ উপ-শাখার ইনচার্জ ও সিনিয়র অফিসার শাহাবুর রহমান, ভবন মালিক ফজল কাদির, বিশিষ্ট ব্যবসায়ী শামীম হোসেন, কিশোরগঞ্জ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকের স্বত্বাধিকারী রেজাউল করিম রেজা প্রমুখ। আলোচনা সভা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জানান, ১৯৯৬ সালের ৩ জুন বাংলাদেশে ডাচ-বাংলা ব্যাংকের যাত্রা শুরু হয়। এরপর থেকে সারাদেশে একের পর এক শাখা প্রতিষ্ঠার মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করে আসছে।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত
© Copyright, All Rights Reserved, Etihad.News