জাহিদ হোসেন জনি ,কুয়েত প্রতিনিধি :সর্বজনীন পেনশন স্কিমের আওতায় প্রবাসী স্কিম সম্পর্কে জানাতে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে দূতাবাসের মাল্টিপারপাস হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান সর্বজনীন পেনশন স্কিম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো সর্বজনীন পেনশন স্কিম চালু হয়েছে। এই স্কিমের আওতায় সরকারি চাকরিজীবী বাদে দেশের সব নাগরিক পেনশন সুবিধার অন্তর্ভুক্ত। কারও বয়স ১৮ বছরের বেশি হলেই এখন অনলাইনে নিবন্ধন করতে পারবেন।এসময় প্রবাসী স্কিমের আওতাভুক্ত হতে কুয়েতে বসবাসরত প্রবাসীদের আহ্বান জানান তিনি।রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোরশেদ, প্রতিরক্ষা এট্যাচী ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাসান-উজ-জামান, মিনিস্টার (শ্রম) এবং চার্জ দ্যা এ্যাফেয়ার্স মোহাম্মদ আবুল হোসেন, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মোঃ ইকবাল আখতার সহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্ধ , বাংলাদেশ কমিউনিটির সদস্যরা সহ, কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত