প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ৯:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৩, ৬:০২ অপরাহ্ণ
দোয়ারাবাজারে নানা কর্মসূচিতে শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত
দ্বীন ইসলাম দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :
“শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন ও রাসেল দিবস পালিত হয়েছে।বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেল দিবসে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন,র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনুর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রব্বানী চৌধুরী, দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান, বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছোবহান, উমর আলী মাস্টার।
আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম মাস্টার, লালা মিয়া, প্রবীর চন্দ্র সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মো. মহসিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, উপজেলা সমবায় কর্কর্তা মোফাজ্জল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ সেলিম হায়দার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা শাহীন আহমদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার অনুকুল বিশ্বাস, এসময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অন্যদিকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় রাসেল দিবস পালিত হয়েছে।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত
© Copyright, All Rights Reserved, Etihad.News