ইত্তেহাদ অনলাইন ডেস্ক : টেকনিক্যাল সমস্যার কারণে বিশ্বজুড়ে মেটার অধীন ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। তবে মেটার অন্যান্য প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপ এবং ইনস্টাগ্রাম সচল রয়েছে।বুধবার (১৮ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা।এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেন্ডেন্ট।প্রতিবেদনে উল্লেখ করা হয়, বুধবার ফেসবুকের সার্ভার সমস্যার সম্মুখীন হয়েছে। যার কারণে নতুন কোনো কিছু পোস্ট করতে সমস্যায় পড়তে হচ্ছে ব্যবহারকারীদের। এমনকি ফেসবুকের ওয়েবসাইট ব্যবহার করে ম্যাসেজিংয়েও সমস্যা হচ্ছে।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত