প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৫, ১২:২১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৩, ৬:০৮ অপরাহ্ণ
জয়পুরহাটের পাঁচবিবির ৭৩টি পূজা মন্ডপের নিরাপত্তায় ৪৮২জন আনসার ও ভিডিপি
জুয়েল শেখ ,জয়পুরহাট জেলা প্রতিনিধি : শারদীয় দূর্গাপুজা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে ৭৩টি মন্ডপের নিরাপত্তার জন্য ৪৮২জন আনসার ও ভিডিপি মোতায়েন করা হয়েছে। সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গা পূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের জন্য পাঁচবিবি পৌর সভাসহ উপজেলার ৮টি ইউনিয়নের ৭৩টি পূজা মন্ডপে ২২জন প্লাটুন কমান্ডার(পি,সি), ৭৩জন সহকারী প্লাটুন কমান্ডার, ২৪১জন পুরুষ ও ১৪৬জন মহিলা আনসার ও ভিডিপি সদস্যকে নিয়োজিত করা হয়েছে।উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তৃপ্তি রানী সরকার জানান, ছোট মন্ডপে ৬জন ও সার্বজনীন মন্ডপে ৮জন করে আনসার ও ভিডিপি সদস্য নিয়োজিত থাকবে। শান্তি পূর্ণ ভাবে পূজামন্ডপ গুলোতে পূজা উদযাপনের জন্য পুলিশ সার্বক্ষনিক টহলে থাকবে বলে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল হক জানান। উল্লেখ্য যে, এবার উপজেলায় পৌর সভায় ১৫টি, বাগজানা ৭টি, ধরঞ্জী ১২টি, আয়মারসুলপুর ৮টি, বালিঘাটায় ৮টি, আটাপুর ৯টি, মোহাম্মদপুর ৩টি, কুসুম্বা ৮ টি ও আওলাই ইউনিয়নে ২ টি পুজা মন্ডপে শুক্রবার (২০ অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হবে।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত
© Copyright, All Rights Reserved, Etihad.News