প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ১০:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৩, ৫:৩৯ অপরাহ্ণ
পেকুয়ায় চারটি করাতকলের মালামাল জব্দ
পেকুয়া প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে চারটি অবৈধ করাতকলের মালামাল জব্দ করেছে বনবিভাগ ও উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বারবাকিয়া বাজারে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন ও পেকুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রূম্পা ঘোষ ও বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে পেকুয়া থানার একদল পুলিশ ও বনরক্ষীরা উপস্থিত ছিলেন। বনবিভাগ সূত্র জানায়, বারবাকিয়া বাজারে অবৈধভাবে গড়ে ওঠা করাতকলে অভিযান চালিয়ে চারটি করাতকলের মালামাল ও যন্ত্রপাতি জব্দ করা হয়। অভিযানের বিষয় টের পেয়ে করাতকলে পরিচালনায় জড়িতরা পালিয়ে যায়। এব্যাপারে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযান চালিয়ে জব্দ করা মালামাল বনবিভাগের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। সহকারী বন সংরক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, অবৈধ করাতকলের বিরুদ্ধে বনবিভাগের অভিযান অব্যাহত থাকবে।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত
© Copyright, All Rights Reserved, Etihad.News