প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ৯:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৩, ৭:৩৪ অপরাহ্ণ
সুনামগঞ্জের বাংলাবাজারে বিক্ষোভ
দ্বীন ইসলাম .দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :ফিলিস্তিনের গাজায় অবৈধ দখলদার ইসরায়েলি বাহীনির বর্বর হামলায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে বিক্ষোভ করেছে সাধারণ জনতা।শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে আসর নামাজ আদায়ের পর তারা এই বিক্ষোভ মিছিলটি করেন।উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মাদ্রাসা,স্কুল, কলেজের ছাত্র শিক্ষক ও সর্বস্তরের মুসলিম জনতার আয়োজনে ইসরায়েলি হামলা বিরোধী বিক্ষোভ মিছিলটি বাংলাবাজারে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন গলি ঘুরে বাজারের মেইন রাস্তায় এসে শেষ হয়। মাওলানা মকবুল আহমদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, মাওলানা আব্দুস সাত্তার মাওলানা আক্কাস আলী, ডা:হারুনুর রশিদ,এস এম হাসমত উল্লাহ,মাওলানা সিরাজুল ইসলাম ফজলুর রহমান,ইমান আলী প্রমুখ এসময় বক্তারা ফিলিস্তিনের ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশ্বমোড়লদের দৃষ্টি আকর্শন করেন এবং অনতি বিলম্বে নারকীয় এই গণহত্যা বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহন করতে অনুরোধ জানান।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত
© Copyright, All Rights Reserved, Etihad.News