দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাই উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে এ ঘটনা ঘটে। রাড়ইল গ্রামের আজাদ চৌধুরী ও নুনু চৌধুরীর লোকজনের ভেতর এই সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতরভাবে আহত ২৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহতদের মধ্যে কয়েকজন হলেন রাড়ইল গ্রামের ইমতিয়াজ মিয়ার ছেলে নুনু মিয়া (৬৫), আনু মিয়ার ছেলের ছেলে অমিত হাসান (১৬), বশির মিয়ার ছেলে বদরুল মিয়া চৌধুরী (২৭), টংগর গ্রামের মারফত আলীর ছেলে আব্দুন নূর মিয়া (৫২)।দিরাই থানার ওসি কাজী মোক্তাদির হোসেন সংঘর্ষের ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রামে এখন শান্তি বজায় আছে। তবে এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত