আল হাবিব, সুনামগঞ্জ : সুনামগঞ্জে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকালে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে নক আউট ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সভাপতি নুরুল হুদা মুকুট,সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী প্রমখ।প্রথম দিনের খেলায় সুনামগঞ্জ সদর ও তাহিরপুর উপজেলা অংশগ্রহণ করে।নক আউট পদ্ধতির খেলায় জেলার ১২ উপজেলার ১২ টি দল অংশগ্রহণ করে। ১১ নভেম্বরের ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টর সমাপ্তি হবে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত