লাতিফুল আজম, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জের মাগুরা ইউনিয়ন থেকে ১০০০ পিচ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।শুক্রবার(২৭ অক্টোবর) দুপুরে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শফিয়ার রহমান তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, দুপুরে বিশেষ অভিযানে আনিসুর রহমান আনিচের নিজ বাড়িতে তল্লাশি করে প্লাস্টিকের কৌটার ভিতর ৫টি সাদা জিপারের মধ্যে লালচে বর্ণের ইয়াবা ১০০০ পিচ উদ্ধার করা হয়।গ্ৰেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের সবুজ পাড়া গ্ৰামের আমিনুর রহমানের ছেলে আনিসুর রহমান আনিচ(৪২), রংপুর জেলার গংঙ্গাচড়া উপজেলার হাজিরহাট পানাপুর গ্ৰামের শামছুল হকের ছেলে শাহিন মিয়া(২২)।এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত)এসএম শরীফ জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হচ্ছে। মামলা নং ১৮,তারিখ ২৮/১০/২০২৩।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত