মো খোকন ,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) টেস্ট পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে মারজান আক্তার লিয়া (১৫) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।গত শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে উপজেলার গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ২০২৪ সালের এসএসসি পরিক্ষার্থী ছিল। মারজান আক্তার লিয়া ওই এলাকার শাহীন মিয়ার মেয়ে।মারজান আক্তার লিয়ার চাচাতো ভাই মো. ওসমান গণী বলেন, বৃহস্পতিবার সকাল ১১টায় তার টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়। টেস্ট পরীক্ষায় ২ সাবজেক্টে ফেল করায় সে খুব কষ্ট পাই। আজ দুপুরে কাউকে না জানিয়ে ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। সেখান থেকে তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।কসবা উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুদ আলম চৌধুরী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলামের সাথে কথা বলে সাংবাদিককে জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় এসএসসি নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষায় সরকারি নিয়মানুযায়ী, ১ সাবজেক্টের বেশি ফেল করলে ফরম ফিলাপ করানোর বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও আমরা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ২ সাবজেক্ট পর্যন্ত অনুমোদন দিয়েছি। মারজান আক্তার লিয়া ২ সাবজেক্ট খারাপ করেছে। তাকেও ফরম ফিলাপের অনুমোদন দিয়েছি৷ তবে অকৃতকার্য শিক্ষার্থীদের কোন মন্দ কথা বা শাস্তি দেওয়া হয়নি বলে জানান তিনি। এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, ফাঁসিতে ঝুলে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত