কিবরিয়া চৌধুরী ,হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আউশকান্দি সৈয়দপুর এলাকায় এ বিক্ষোভ করেন তারা। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদের নেতৃত্বে বেশ কিছু নেতাকর্মী অংশগ্রহণ করেন।মুশফিক জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টায়ার জালিয়ে বিক্ষোভ করেছি আমরা। দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে।এদিকে, হবিগঞ্জ শহরে জেলা যুবলীগের উদ্যোগে এক বিশাল তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাজারো নেতাকর্মীর এই তারুণ্যের সমাবেশ। পরে শহরের টাউন হল রোডের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভা করেন নেতৃবৃন্দ।এসময় বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুুল, হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী ও সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন প্রমুখ। এছাড়াও শহরের প্রতিটি পয়েন্টে পয়েন্ট সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে আওয়ামীলীগের নেতাকর্মীদের।অপরদিকে, বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে জেলা সদর থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি বলে নিশ্চিত করেছেন জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়। তিনি বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে দূরপাল্লার কোনো গাড়ি ছাড়া হয়নি। তবে জেলার অভ্যন্তরীণ সড়কে ছোট যানবাহনগুলো চলাচল করছে।হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি জানান, জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টসহ মহাসড়কে পুলিশ সতর্ক অবস্থানে আছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশের একাধিক মোবাইল টিম টহল দিচ্ছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত