জুয়েল শেখ ,জয়পুরহাট : ৩রা নভেম্বর ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পাঁচবিবি পৌর ছাত্রলীগের আয়োজনে জেল হত্যা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজুর সভাপতিত্বে ডাঃ আব্দুল কাদের চৌধুরী পৌর পার্কে অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রলীগের সহ সভাপতি শাহেদ পারভেজ সৌরভের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাবেব যুগ্ম ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান রনি আওয়ামীলীগ নেতা ফরহাদ হোসেন জুয়েল। বাগজানা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, আটাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী সরকার, মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক লুৎফর রহমান চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম আকবর, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব রিংকু, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাগর, উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরাম হোসেন তালুকদার, ছাত্র নেতা মেহেদী হাসান, নিলয় সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এর আগে পৌর পার্কে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করেন অতিথি বৃন্দরা।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত