ইবরাহীম সোহেল, বরগুনা: বরগুনা বাকেরগঞ্জ আঞ্চলিক মহসড়কে সোনারবাংলা নামক স্থানে একটি চলন্ত মালবাহী পিকাআপ ভ্যানকে গতিরোধ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুর ২ টার দিকে বরগুনা বাকেরগঞ্জ আঞ্চলিক মহসড়কে ২নং গৌরীচন্না ইউনিয়নের সোনার বাংলা নামক স্থানে এই পিকাআপ ভ্যানে আগুন দেয়া হয়।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকাআপ ভ্যান চট্রগ্রাম থেকে কসমেটিক্সের মালামাল বরগুনায় নিয়ে যাওয়ার পথে সোনারবাংলা নামক স্থানে কিছু লোক ইটপাটকেল মেরে গাড়িটির গতিরোধ করে গাড়িটিতে আগুন জ্বালিয়ে দেয়। এসময় গাড়িটির সামনের অংশসহ সিট কভার পুড়ে যায়। পরে স্থানীয় লকজন এসে গাড়িটির আগুন নিয়ন্ত্রন করে।
এবিষয়ে বরগুনা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, একটি গাড়িতে আগুন দেয়ার সংবাদ শুনে আমরা ঘটনা স্থানে গিয়েছে। সেখানে গিয়ে জানতে পারি ইটপাটকেল মেরে কিছু দুর্বৃত্তরা গাড়ির গতিরোধ করে আগুন জ্বালিয়ে দেয়। এবিষয়ে তদন্ত চলছে তবে নির্দিষ্ট কোন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত