আশাদুজ্জামান আশা,বগুড়া : বগুড়ায় বাঁচতে চান কিডনি রোগী তাসলিমা খাতুন ক্রমশ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে জটিল কিডনি রোগে আক্রান্ত এক সন্তানের জননী মোছাঃতাসলিমা খাতুন। তার দুটি কিডনিই পুরোপুরি নষ্ট হয়ে গেছে,তাসলিমা খাতুন বগুড়ার শেরপুরের শেরুয়া এলাকার দিনমজুর আব্দুল মোমিন মিয়ার স্ত্রী। গত দুই বছর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাসলিম খাতুন। তখন চিকিৎসার জন্য বগুড়ার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপালে নিলে সেখানকার ডাক্তাররা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দেন। পরীক্ষার রিপোর্ট হাতে আসলেই জানা যায় কিডনিতে সমস্যা। তার দুটো কিডনিই একেবারে বিকল হয়ে পড়েছে। এরপর দেশের সব চিকিৎসা শেষে দেশের গন্ডি পেরিয়ে ভিটামাটি বিক্রি করে চিকিৎসা নিতে পাড়ীজমান ইন্ডিয়াতে। কিন্তু ভাগ্যের কি পরিহাস সেখানে গিয়েও কোন লাভ হয়নি তাসলিমার।সেখানকার পরীক্ষা নিরীক্ষা শেষে তারা জানিয়ে দেন তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে শরীরে কিডনি প্রতিস্থাপন ছাড়া তাসলিমাকে আর বাঁচানো সম্ভব নয়। পরে আবারো চলে আসেন নিজ দেশে, এখানে এসে কিডনি রোগী তাসলিমা খাতুন এর মা ৭০ বছর বয়সী বৃদ্ধ হাওয়া বেগমের কিডনির সাথে মিলে যায় তাসলিমা খাতুন এর কিডনি। বৃদ্ধ হাওয়া খাতুন সিদ্ধান্ত নেন তার শরীর থেকে একটি কিডনি মেয়ে তাসলিমাকে দান করবেন।কিন্তু কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন ৮ লক্ষ টাকা। টাকার অভাবে কিডনি প্রতিস্থাপন করা তাদের পক্ষে কোনভাবেই সম্ভব হচ্ছে না। তাসলিমা খাতুন এর স্বামী আব্দুল মোমিন জানান,ভিটা মাটি বিক্রি করে পরিবার ও স্বজনদের সহযোগিতায় চিকিৎসা করালাম এতো দিন।এখন আমার আর চিকিৎসা করার মত কোন টাকা পয়সা নাই। ডাক্তার বলেছেন কিডনি প্রতিস্থাপন করতে হবে খুব দ্রুত। তাছাড়া আমার স্ত্রীকে বাঁচানো যাবে না। তিনি বলেন, 'ডাক্তাররা আমার শাশুড়ির কিডনি পরীক্ষা নিরীক্ষা করে বলেছে তাসলিমার সাথে তার ম্যাচিং হয়েছে।আমার শাশুড়ি কিডনি দেবে কিন্তু অপারেশন ও চিকিৎসার টাকা পাবো কোথায়? ডাক্তার বলেছে ৮ লাখ টাকা লাগবে।' উপায় না পেয়ে আব্দুল মোমিন স্ত্রীকে বাঁচাতে সমাজের বিত্তবানদের ,জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, সরকারি/বেসরকারি চাকুরী ,প্রবাসী ভাই-বোনদের কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। অনুদানের সহায়তায় সেরে উঠতে পারে একটি প্রাণ, একটি পরিবার ফিরে পাবে বেঁচে থাকার অবলম্বন। আপনাদের কাছে আকুল আবেদন আপনারা পারেন এই পরিবারকে বাঁচাতে ।
কথায় আছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য,,,
অনুদানের জন্য- বিকাশ ও নগদ -০১৭৭০-১১০৩৮৯
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত