যশোর জেলা প্রতিনিধি : যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ফাঁদে পড়ে ১০টি স্বর্ণবারসহ জাহিদুর রহমান নামে এক পাচারকারী আটক হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) মনিরামপুর পৌর শহরের বাঁধা ঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক জাহিদুর মানিকগঞ্জের সিংড়া থানার নুরুল ইসলামের ছেলে।যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি রুপন কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মণিরামপুর থানা পুলিশের সহযোগিতা নিয়ে মণিরামপুর পৌর শহরের বাঁধা ঘাটা এলাকায় তল্লাশী চালিয়ে ১ কেজি ১ শ’ ৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণবার সহ এক চোরাকারবারীকে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো এবং উদ্ধারকৃত স্বর্ণ সরকারি কোষাগারে জমার দেওয়ার প্রক্রিয়া চলছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত