সাইফুল,বরিশাল বিশ্ববিদ্যালয় : বিশ্ব দর্শন দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা ও আলোচনাসভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের আয়োজনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে দর্শন, জ্ঞান-বিজ্ঞান ও নৈতিকতা বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন করা হয় । এর আগে দর্শন বিভাগের সকল শিক্ষক শিক্ষার্থী শোভাযাত্রা অংশগ্রহণ করেন। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনেস্কো কর্তৃক ঘোষিত নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার সারা বিশ্বব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বিশ্বব্যাপী দর্শন দিবস পালিত হয়। ২০০২ সাল থেকে প্রতিবছর এ দিবস পালিত হয়ে আসছে। সে ধারাবাহিকতার অংশ হিসেবে ২০২৩ সালে ঘোষিত স্লোগান, "Philosophical Reflection in a Multicultural World" -কে ধারণ করে দর্শন দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচানাসভা আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সভাপতি ও চেয়্যারম্যান সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন রিমি। এসময় উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেম এবং সহকারী অধ্যাপক মিতালী ঘোষ। সভাপতির বক্তব্যে সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন রিমি বলেন -বিশ্ব দর্শন দিবস। এই দিনটি গোটা দেশ তথা গোটা বিশ্বের দর্শন পরিবারের ন্যায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের দর্শন পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের দিন। ইউনেস্কো ঘোষিত বিশ্ব দর্শন দিবস ২০২৩-এর জন্য প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে "Philosophical Reflection in a Multicultural World"। এই প্রতিপাদ্যটি বিশ্বের বিভিন্ন সংস্কৃতি এবং দৃষ্টিভঙ্গির মধ্যে বোঝাপড়া এবং কথোপকথনের প্রচারে দর্শনের গুরুত্ব তুলে ধরে। বৈচিত্র্য এবং বিশ্বায়নের বৈশিষ্ট্যপূর্ণ একটি সমাজে, দর্শন বিভিন্ন বিশ্ব দৃষ্টিভঙ্গির সাথে জড়িত থাকার, সাংস্কৃতিক পার্থক্যকে উপলব্ধি করার এবং সাধারণ ভিত্তি খুঁজে পাওয়ার জন্য একটি কাঠামো সরবরাহ করে। ব্যপক অর্থে, দর্শনের প্রধান বিষয়বস্তু মানুষ, মানুষের জগত ও জীবন এবং সর্বোপরি উদ্দেশ্য হল মানবকল্যাণ। নৈতিক সংকটে জর্জরিত বর্তমান বিশ্বে শান্তি, কল্যাণ ও উন্নয়ন আনয়নে শিক্ষা, স্বাধীনতা, গণতন্ত্র, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে তথা প্রযুক্তির সাথে দর্শন ও নৈতিকতাকে যুক্ত করে নৈতিক ও মানবিক মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে বিশ্বের সামগ্রিক কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠার পথে দর্শন হবে আলোর দিশারি।জোবায়ের হোসেন সানি ও মিলির সঞ্চালনায় এছাড়াও বক্তব্য রাখেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেম এবং সহকারী অধ্যাপক মিতালী ঘোষ,দর্শন বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী রিয়াদ মোর্শেদ এবং ৫ম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ ইফতিখার আহমেদ।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত