আব্দুর রাজ্জাক রাজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: উত্তরের সীমান্ত ঘেঁষা কুড়িগ্রামের ফুলবাড়ীতে কুড়িগ্রাম ডিবি পুলিশ অভিযান চালিয়ে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে ১৪০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করেন। পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের পরামর্শ ও দিকনির্দেশনায় কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি চৌকস দল গত ১৪ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে আসামি শহীদুল ইসলাম ওরফে লাকু (৪৫), পিতা:আব্দুল খালেক, গ্রাম- পানি মাছ কুটি থানা- ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম এর বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের বস্তায় ১৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ আসামীকে হাতেনাতে গ্রেফতার করেন। গত ১৫ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জিজ্ঞাসাবাদের জন্য ধৃত আসামীকে কুড়িগ্রাম ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণ কৃষ্ণ দেবনাথ মামলার বিষয়টি নিশ্চিত করেন ।
*গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত