এম আবু হেনা সাগর, ঈদগাঁও : ঈদগাঁওতে হামিদ উল্লাহ নামে এক রাখালকে পিটিয়ে জখম করে গরুর মালিক ও স্বজনরা।জখমপ্রাপ্ত হামিদ উল্লাহ দুই সপ্তাহ পর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর অব শেষে ২২ নভেম্বর দিবাগত রাতে মৃত্যু বরণ করেন ( ইন্না..... রাজেউন)।নিহত হামিদ উল্লাহ ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড হাছিনা পাড়া মকতুল হোসেনের ছেলে। বিগত ৭ নভেম্বর সন্ধ্যায় তার বসতবাড়িস্থ উঠানে সংগঠিত ঘটনায় জড়িতরা পলাতক রয়েছে।হামিদ উল্লাহের ভাইরা ভাই সাঈদী জানান, হামিদ উল্লাহ দরিদ্র পরিবারের সদস্য ১ স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলে সন্তান নিয়ে বিভিন্ন জনের গরু মহিষ চারণ করে সংসার চালিয়ে আসছিল। সম্প্রতি তিনি হাছিনা পাড়া এলাকার মৃত ফয়েজুর রহমানের ছেলে নুরুল আলম প্রকাশ নুরাইয়ার বাড়িতে রাখাল হিসেবে দিন মজুরী নিয়ে গরু গুলো দেখভাল ও চারণ করে আসছিল।তিনি আরো বলেন, সারাদিন বন পাহাড়ে গরু চারন করে সন্ধ্যায় গৃহস্থ নুরুল আলম প্রকাশ নুরাইয়ার বাড়ির গোয়াল ঘরে গরু গুলো বেধে রেখে হামিদ উল্লাহ তার বাড়িতে চলে যায়। এদিন বেধে রাখা গরু থেকে একটি গরুর রসি ছুটে গিয়ে হারিয়ে যায়,পরে বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে হারিয়ে যাওয়া গরুটি ফিরে পায়।এ বিষয়ে গৃহস্থ নুরুল আলম প্রকাশ নুরাইয়া গরু হারিয়ে যাওয়ার কারণ জানতে হামিদ উল্লাহর বাসায় গিয়ে হাঁকাবকা করে। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই সময় হামিদ উল্লাহকে লক্ষ করে মাথায় বারি মারে নুরুল আলম প্রকাশ নুরাইয়া। ঘটনাটি চাউর হয়ে গেলে নুরুল আলমকে আটকে রাখে স্থানীয়রা।খবর পেয়ে ৬/৭ জন দুষ্কৃতকারী হামিদ উল্লাহ বাসায় গিয়ে পূনরায় হামলা চালিয়ে নুরুল আলম প্রকাশ ছিনিয়ে এনে পালিয়ে যায়।পরে আহত হামিদকে উদ্ধার করে ঈদগাঁওস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানেও অবস্থা অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।দীর্ঘ ১৫ দিন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে ২২ নভেম্বর দিবাগত রাতে বাড়ি ফেরার পথে নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় জড়িত দের আটক করতে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করে এলাকা বাসী।ঈদগাঁও থানা পুলিশের এক কর্মকর্তার মতে, সংগঠিত ঘটনায় একটি অভিযোগ দিয়েছিল, সেটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়েছে। জড়িতদের ধরতে পুলিশ কাজ করে আসছে।
*গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত