জামালপুর প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ডা. মুরাদ হাসান। এরই পরিপ্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম ক্রয় করেছেন তিনি।রোববার (২৬ নভেম্বর) দুপুরে ডা. মুরাদের পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন পৌর যুবলীগের সদস্য মো. মুখলেছুর রহমান।এ বিষয় মোখলেছুর রহমান বলেন, আমি সংসদ সদস্য মুরাদ হাসানের অনুমতি ক্রমেই এ মনোনয়ন ফরম ক্রয় করেছি। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াৎ হোসেন বলেন, প্রথম মনোনয়ন ফরম বিক্রি করেছি। সেটি স্বতন্ত্র প্রার্থী হিসাবে কিনেছেন ডা. মো. মুরাদ হাসান।
*গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত