বরিশাল অফিস : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। রোববার সংবাদ সম্মেলন করে সারা দেশে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্মাদক ওবায়দুল কাদের।
বরিশাল-৫ (সদর) আসনে জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমকে দলীয় মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল এবং মিষ্টিমুখ করেছে দলীয় কর্মী-সমর্থকরা। রবিবার একটি আনন্দ মিছিল বের করে জাহিদ ফারুক অনুসারী আওয়ামী লীগ নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শেষ হয়। মিছিলে ‘নৌকা নৌকা’ বলে স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে নেতাকর্মীরা পরস্পরকে মিষ্টিমুখ করান।
ক্লিনম্যান হিসেবে পরিচিত কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমকে বরিশাল সদরে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীরা দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আওয়ামী লীগ নেতা এবং ছাত্রলীগ নেতারাসহ অন্যান্যরা।
২০১৮ সালের সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক শামীম ২ লাখ ২৪ হাজার ৬৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার ৩১ হাজার ২৯২ ভোট পেয়েছিলেন। হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ ফয়জুল করিম পেয়েছিলেন ২৭ হাজার ২৫৫ ভোট।
*গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত