প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ৪:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৩, ৭:২৯ অপরাহ্ণ
আমির হোসেন আমু মনোনয়ন পাওয়ায় নলছিটিতে আনন্দ র্যালি
মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি : ঝালকাঠি-২ আসনে (নলছিটি-ঝালকাঠি) আলহাজ্ব আমির হোসেন আমু মনোনয়ন পাওয়ায় নলছিটিতে আনন্দ র্যালি হয়েছে। আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি,সাবেক সফল শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় নলছিটি উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড`র আয়োজনে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ২৮ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয় আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালী বক্তব্য রাখেন আওয়ামী লীগের ঝালকাঠি-২, আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব আমির হোসেন আমু।উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডা. মো, ইউসুফ আলী তালুকদার, আওয়ামী লীগ নেতা মো. মাসুম হোসাইন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রিয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক লাইজুর রহমান রিয়াজ প্রমুখ ।আলহাজ্ব আমির হোসেন আমু'র মনোনয়ন লাভে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড`র বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত
© Copyright, All Rights Reserved, Etihad.News